একটি মেয়ে
একবার দেখেছি চেয়ে
তবু মনে হয়
জন্মান্তরের পরিচয়।।
সেই মেয়েটি
প্রসন্ন মুখে
অলস বিকালে
চেয়ে থাকে আকাশের গায়।
যেন চাঁদ - তারা ও
গুনিছে প্রহর নিরালায়।।
মোর মনের আঙিনায়
নব খুশির বারতায়
চাই তাকে-
প্রচ্ছন্ন পদচারণায়
মুখরিত,
স্নিগ্ধ সুশোভিত
দেখে সেই মুখ
জুড়ায় চিত্ত, পাই সুখ।।