মায়ার বসে             ভবে এসে
          করছিস খেলা মন।
ভূবন ভরা                  দৃষ্টি হরা
     কত লোকের আনা- গোনা
কোথায় পাবি, এমন আপনজন!

তোর যা তুই, নে রে খুঁজে
             যা কিছু বোঝার, নে বুঝে
                    থামিস না ভয়ে দুলে,
                            যাস নে ভুলে।

সম্মুখে তোর                  সম্মুখ সমর      
               এখানেই তোকে
                     হতে হবে অমর!

ভাবনার যা                         নে রে ভেবে তা
             করিতে হবে সকল বরণ।
                 সকল লোকের হৃদয় হরণ।।