রাত দুপুরে
ঘুমের ঘোরে
চমকে ওঠে মন!
মরছে যে আপনজন।
রক্ত ঝরা এ মার্চে!
জেগেছে স্বাধীনতার প্রত্যয়।
তাই তারা আজ নিশ্চিত
বিজয় হবে- ই নিশ্চয়।
জীবন দিল যারা
রাখতে দেশের মান।
আবাল- বৃদ্ধ - বনিতা
তাদের জানাই সম্মান।।
প্রথম প্রকাশ :
কারেন্ট নিউজ - সাহিত্য পাতা।