আমি তো এক মহা পাপী ভবে
এমন জন্ম কে পেয়েছে কবে?
শ্রীচরণ পেয়ে হারায়,অবলীলায়
জীবন গেল বিফলে।
তোমার নাম শুনেছি অগতির গতি
রাখ চরণে।
যেন এমন জন্ম না পায় কেহ
পাপে ভরা মন দেহ
এই প্রার্থনা মনে
ভক্ত জনে জনে-
তোমার দ্বারে ফিরছে ঘুরে
রাখ চরণে।।
আপন কাজে মত্ত হয়ে
দিবা - নিশি ভাবিছে কেহ
জপিছে কেহ, অবিরাম, তব নাম।
রেখ চরণে।
আমি অধম থাকি চেয়ে
প্রকৃতির বিচিত্র রূপে
সৃষ্টি ভরা সুন্দর ধরা
তাই দেখে হই দিশা হারা
তম গুণে মত্ত হদয়
মন মজে যে মহা পাপে!
নিজ গুণে,আপনি আসি
দয়া করি দয়াল হরি
রাখ চরণে।।
সেই মেয়েটি