পুনর্মিলন
স্মৃতিকণা অধিকারী
আবার যখন হবে দেখা
সম্মুখে দাঁড়াবে এসে
বন্ধ করি আঁখি।
ভাবনার আবডাল সরিয়ে
নীরবে দেখিব চাহি
তব ভ্রুযুগল।
সহাস্য প্রসন্ন মুখে
আঁকিব মধুর ছবি
হয়তো বা কহিছ মনে
এ কী পাগল!
যে ছবি জেগেছে মনে
কল্পলোকে নিরজনে
সম্মুখে আনিব আজি।
ঝরিয়ে কুসুমরাজি
ডাকিছে বসন্ত বাতাস..,.
মনের দরজা খুলে
সাড়া দাও নব উচ্ছ্বাসে!
পূর্ণতা পাক সে প্রীতি আজ মিলনে।।