পূর্ণিমার আগমনে
রাতের আকাশে
দেখা যায় পূর্ণ চাঁদ ।
সংসারের বিচিত্র জালে
প্রত্যেক জীবন মাঝে
দেকি,জীবনের কত অবসাদ।
তাঁরাদের আনা- গোনা
আকাশ জুড়ে,
তার মাঝে কেহ কেহ পায় খুঁজে!
অনন্তে র আহ্বান, মনের গহীনে।
পৃথিবীর কোণে কোণে
কত কেউ লভে থাকে
জীবনের স্বাদ।।