বিশ্বাস ভঙ্গ কারীর বিরুদ্ধে আজ
      করছি তুমুল প্রতিবাদ।
মানুষের জীবন নিয়ে  খেলায় মত্ত্ হয়ে
           যে করে প্রবঞ্চনা
বিধাতার বিচারে পার পাবে না
             এমন ধ্বংস কারী।

ধন-সম্পদ,অর্থ-গৌরব -
      অহংকারে পরিণতহলে,
থাকে না মুহূর্ত কাল এ ধরায় বহমান
   সেই সব অহিত কারী।