তোমার অভিসার
                    অন্তরে মম
    হে প্রিয়তম; হে প্রিয়তম।

      বাদল বরিষণে জাগে
     তোমারী শিহরণ মনে
পাগল প্রায়          এ হৃদয়
      খোজে বারে বারে তব।
হে প্রিয়তম, হে প্রিয়তম
তোমার অভিসার অন্তরে মম।

চোখের পলক পড়িতে  হে---
    ব্যথা লাগে পাহাড় সম
              বিহনে তোমার
                  নিদ নাহি মম।
     হে প্রিয়তম,হে প্রিয়তম
তোমার অভিসার অন্তরে মম।

                  যদি চলে যাই
                       না আসি ফিরে,
                তুমিই রহিবে
                             হৃদয় নীড়ে।
          তব গুণগান গাব ।
হে প্রিয়তম , হে  প্রিয়তম।
তোমার অভিসার অন্তরে মম।।