অন্ধের যষ্ঠির মতো
     জীবনে ছিলো সে তো!
দেখে মন জুড়াত
           .............,হায়!
হারিয়েছি কোন অজানায়!

জীবনের প্রান্তে    রহিব নিশ্চিন্তে
               তব ঠাঁই।
কোথা আর খুঁজে পাই !

প্রাণ পাখি উড়ে  গেলো বহু দূরে
      রয়েছি  কাহার পানে চেয়ে??
নয়ন সে দেখেনা,মন বোঝেনা
         ছাড়ে হাই!!
কোথা যাই!  কোথা পাই!

হারানোর এই আর্তি
     বোঝেনা কোন যুক্তি
মানে না কোন বাঁধা
     জীবন যে মৃত্যু'র  আধা।
হরিসে বিষাদে খোঁজে তায়!!
   হারিয়েছি কোন অজানায়!

হেথা সকল দুয়ার বন্ধ  
          চোখ থাকিতে অন্ধ।
প্রিয় মুখ দরশন নাই।
        কাঙাল হয়ে ঘুরি তাই!

পেলে যারে জীবন জুরায়
    হারিয়েছি কোন অজানায়!