হাজার মনের মধ্যদিয়ে
যাও বয়ে
অধরায় পাই ছোয়া।
কী অপরূপ শোভা
পূর্ণিমা চাঁদ।
সর্বহারা ও যেন
মাথাতে পায় ছাদ
নিমিলিত চাঁদ।
তারারা মালা হয়ে
কখনো থাকে পাশে
কখনো দূরে সরে
নব রূপে আসে ফিরে।
তবু কেন নিমিলিত
এত উদাসী
বিচিত্র মনের মধ্যদিয়ে
তব ষোড়শী
রূপের প্রকাশ।
জাগ্রত জীবন মাঝে
নিত্যানন্দে সদা
কর তুমি বাস।
প্রকৃতিতে দেখি চেয়ে
কী বসন্তে,কী শারদে
কিবা বরষায়,
তব রূপে মুগ্ধ হয়
অধীর হৃদয়।