নববর্ষের আগমন
আনন্দে ভরে মন।
পূর্ণহোক মনের আশা
আপন নীড়ে বাঁধ বাসা।।
জীবনটাকে সুন্দর করে
সাজাও বিচিত্র রূপে
রঙে আর গানে-
সুখ পাবে তাহার পরে।।
একটি বর্ষ ফিরে
অন্যটি যায় নীড়ে।
যেন সুখ পাখিটা বেড়ায় ঘুরে।।
মনের যত আশা
পায় যেন ভাষা।
সুখী হও এই প্রত্যাশা ।।