তরী বিনে সিন্ধু পার হব কেমনে
চেয়ে দেখে রসিক জনে
ভব সাগর পারাপারে
চির মাঝি দয়াল হরি
ভক্ত জনে কৃপা করি
নিচ্ছে হৃদয়ে।।
বলিছে ও' রে ভয় কি' রে তোর!
দেখেছি সে মনের জোর।
ওমনের জোরে জড়িয়ে ধরি
নির্ভয়ে মন দে রে পাড়ি
মুক্তি পাবি......
এই জনমে।।