ভালোবাসার মায়ায় তোমার
মন পড়ছে বাঁধা।
ভুলে থাকা তোমায়
তাই হলো না সোজা।
যতই ভুলিতে চাই
ততই যেন নব নব রূপে
৷ তোমাকে খুঁজে পাই।
আপনি যে দাও ধরা
তবুও আনমনা।
রূপ- সাগরের রূপের মায়ায়
মন পড়েছে বাঁধা।
যবে তুৃমি থাক দূরে
পাই যেন তোমায়
কাছে আরো কাছে
দূরন্ত মনের চরম খেয়ালে
হয়ে আত্মহারা ।
তাই তোমাকে আর হলো না ভোলা।
ভালোবাসা ' র মায়ায় তোমার
মন পড়েছে বাঁধা।