দিনের শেষ প্রহর
বসিয়া নদীর তীরে।
অস্থির প্রেমিক হৃদয়......
বুঝাইতে আপনারে!
বুঝিতে চাহে বারে বারে।
নদীর তীরে সন্ধ্যা নামে
প্রেয়সী আনমনা হয়ে
বিস্ময়ে! দেখিল চেয়ে
সুদূর আকাশের গায়ে
চন্দ্র - তাঁরা ' র মিলন মেলা।
কি অপরূপ শোভা!
ওরা কেবলই চাহে
কেবলই গাহে।
হৃদয় বেদিতে থকে
অনন্ত প্রেম বুকে
দু' পারে রহিয়া দোহে....
তবুও মিলিতে চাহে!
অদ্ভুত এ প্রেম লীলা
সদা ব্যস্ত মন তাহে,
বুঝাইতে আপনারে
বুঝিতে চাহে বারে বারে।
প্রিয় পরশে বিস্ময়ে
প্রেয়সী কহিছে অনিবার সুখে।
তুমি আমি এত কাছে.
ছুঁয়ে দেহ- মন
কত যে আপন!
বুঝাইতে আপনারে!
বুঝিতে চাহে বাবে বারে।।
রচনাকাল:
ফেব্রুয়ারী ২০২৫