কোথায় তুমি?
স্মৃতিকণা অধিকারী
কোথায় তুমি?
রাতের আকাশে তাঁরা??
যাহা দেখে হই দিশেহারা!
নাকি চাঁদের পূর্ণতা
তপসীর তপস্যা
সংগ্রামী জীবন সংসারে?
নাকি আলোক উজ্জ্বল দিবালোকে
তমসা বিদূরিত হয়
কর্ম চঞ্চল সংসারে
অস্থির মানব হৃদয়?
কোথায় তুমি?
পাই না খুঁজে
দেখিতে মনের অভিলাষ।।
হৃদয় আবেশে
প্রচন্ড ভাবাবেশে
বিলাস-কুঞ্জে বসবাস।।
তুৃমি স্বপ্ন - জাগরণ
সঙ্গীতের অনুর রণ
সমীরণে শিহরণ জাগে।
সংকট - বিক্ষুদ্ধ
তমসা উত্তীর্ণ প্রভাতে।।