তোমায় ভেবে          থাকি সুখে
             অনন্তকাল ধরে।
এমনি করে              দিনের শেষে
         যায় গো মৃত্যু এসে।।

তোমার সাথে            মন চায় যেতে
            দূর থেকে বহু  দূরে।
শূন্য থেকে                 মহা শূন্যে
               ভেসে ভেসে।।

সৃষ্টির শুরু থেকে         তোমাতে আমাতে
             হয়েছে মনের মিলন।
চোখের তারায়              পলকে হারায়
               এমনই এক বন্ধন।।

নিত্য- নূতন স্বপ্ন                 থাকে মগ্ন
                    মনের মাঝারে।
বিচিত্র জীবন এসে        যোগ দেয় শেষে
                     আমাদের প্রেমকে ঘিরে।

কবি'র কবিতা                  শিল্পী 'র ছবিটা
                 সকলি তোমাকে নিয়ে।
কেহ লিখে পটে               কেহ যায় গেয়ে
                   কেহ বা জীবন দিয়ে।।