চীন থেকে নামল  মাঠে করোনা
৷      ছড়াল তার বিশ্বব্যাপী যন্ত্রনা।
এ ভাইরাসের নাই জুড়ি
        যেন চাইনিজ ছুরি।
৷      ক্রমাগত ধাবমান
করছে বেহাল,নিচ্ছে জান।

  দেশে দেশে শুরু হলো লক ডাউন
            বিশ্বটা  যেন লাশের টাউন।
প্রতিকার নেই,আছে প্রতিরোধ
              দেখিছে বিশ্ব এ কার ক্রোধ?

   কার শাপে বিধি-
                    দিলেন নিদান
        এমন যুদ্ধ, এমন বিধান।

    দেশে-দশে হচ্ছে সন্ধি
              নিজের ঘরে নিজেই বন্ধি,
                নিয়ম মানিতে হবে।
   সকল ভুল কর ক্ষমা,কর দয়া
                 অন্তরের এই প্রার্থনা
              এসো ভাই করি সবে।
     সচেতন হই,  সাবধান রই
              বিজয় অবশ্যই হবে।

রচনা কাল  08/04/2020