ছোট ছোট ভালো লাগা
ভালোবাসা গীতি
জগতের রীতি,
আর!!!!
বিরাট হৃদয়ে' র
অন্তহীন চলা........
মধুময় স্মৃতি ।
মুখ দরশনে পুলকিত হৃদয়
ভাবে বিহ্বল উদাসী হাওয়ায়
এক পশলা বর্ষার মতো
হৃদয়ের ক্ষত
উপসম করিতে!
জীবন মোহনায় দাঁড়িয়ে এ হৃদয়
তোমাতে মিলিত হয়।
এটাই এ জগতের রীতি
আর সব স্মৃতি।।
রচনা কাল
২৯/০৮/২০২২