হারায়ে খুঁজি আমি    
           তারে......
যারে; মন চায়
          বারে বারে।

হৃদয়ে যার আসা- যাওয়া
               বহে যাহার সকল চাওয়া।।
     নিত্য দিনের সাজে
হারায়ে খুজি আমি তারে!
যার গানে                  মত্ত হয়ে
         থাকে সদা ধরা।
চরণ তলে             আকুল হয়ে
        ধুলিতে মন  গড়া।
দিবা নিশি           যারে পূজি
          অসীম ভক্তি নিয়ে।।
হারায়ে  খুজি আমি তারে।।