গাড়ির ভেতর উঠেছে
যাত্রীরা ভয়ে থর- থর!!
যারা আছে দাঁড়িয়ে
বাহু দুটি বাড়িয়ে
ধরে আছে সীট- রশি
আছেন যারা বসি,
নীরবতা গেল দূরে-
জানায় চিৎকারে!
এ ব্যাটা, ঝড় থামা
শুনল না মানা।
পরের স্ট্যান্ড অবধি
চলিল এ মনই তাল-
সবে হল নাজেহাল।
গন্তব্যে পৌঁছালে
যাত্রীরা গেল নেমে,
ঝড় গেল থেমে।।