চলার পথে
স্মৃতিকণা অধিকারী
বলতে চায় মন কতো কথা!
কতো ব্যাকুলতা হয়েছে জড়ো
স্বপ্নরা ভীড় করে অবিরত,
আকাশচুম্বী ইশারায়....…
হাত বাড়ায় প্রকৃতি।
শিশিরের সাথে রাতের গভীরতা
আলোক উজ্জ্বল দিন
ঢাকা পড়ে হয় সীমাহীন।
বিশ্ব - ব্রহ্মাণ্ড চলিছে
দুর্নিবার গতিতে।
চির অবিরত এ চলা...
স্থিরতা শুধু মনে প্রাণে
জীবনে - মরণে স্মরি হে তোমারে।
তুমি ই পরম পাওয়া।
চাওয়া - পাওয়ার জগতে
প্রভাত সংগীত আর সন্ধ্যা ' র গীতি-
নিত্য নিত্য- ই মনে
জাগায় প্রীতি!