যে জীবনটা যায়
সে দুনিয়াকে জানান দিয়ে যায়।
৷   চললুম চির অজানায়
   বিদায়!  চির বিদায়।

আর কভু হবেনা দেখা
আসবোনা কখনো ফিরে।
মায়ার চাদর থেকে বেরিয়ে
ছন্নছাড়া এ জীবন টা
ছুটে চলে একা একা।।

নিশিদিন এমন করে
যাবেই বয়ে ; সেই ভাবনায়
বিদায়!  চির বিদায়।

খুঁজবে কী?? হৃদয় নীড়ে?
সেখানেই আসব ফিরে।
দূর- দূরান্ত থেকে মন
  ছুটে যাবে মনের মাঝে।।

       এক নিমিষে
সকল যন্ত্রণা ভুলে
দিশেহারা মন খুঁজে পাবে।
        সেই আশায় ----
বিদায়!  চির বিদায়।।