শাসক হদয় জেনছিল মূল
বিদ্যা- বুদ্ধি ই চালিকা শক্তি
     ধারণা নহে ভুল।

করিতে শাসন      হবে বিনাশন
             বুদ্ধিজীবীর দল।

মুক্ত চিন্তা                  আবেগি পন্থা
           ভুঞ্জি এ সকল।
বল প্রয়োগে                চাপাতে হবে
           নায়ক নহে,ওরা খল।

তাই তো সবে           পরিকল্পিত ভাবে
        ১৪ ডিসেম্বর দিল হানা।
মৃত্যুর ভয় .                 তুচ্ছ হয়
         ছিল না তাদের জানা।।
স্বদেশের তরে               প্রাণ দিল যে
            ইতিহাস তাদের বয়।
      
স্মরণে তাদের                    গর্বে মোদের
                 মস্তক নত হয়।।