চলেছি বনভোজনে
আনন্দ - ভ্রমণে।
ছাত্র -ছাত্রী যত অভিভাবক শত
মুখে কথা কতো
চলেছি একই সনে কী মধুর আয়োজনে
আনন্দ - ভ্রমণে।।
ঘুরতে বেরিয়ে প্রথমে চোখে পড়ে
বিশাল এক মূর্তি
চারপাশ ঘুরে দেখিতে জানিতে
মনে লাগে ফূর্তি।।
পরিরা ডানামেলে আছে ফোয়ারারপাশে
ময়ূর পেখম মেলে নাচে,
বাঘ সে মিটিমিটি হাসে।
বসন্ত বাতাসে.......
সেজেছে বাংলার প্রকৃতি,
শিল্পী ধরেছে গান পাখিদের কলতান
ভালোলাগে, আনন্দ ভ্রমণে।।
পাশে আছে ঠাকুর বাড়ি
গিয়েছি সকল ছাড়ি।
এক পলক দেখিতে
মন ভরে ওঠে বিস্ময়ে!
মহামানবের পূণ্য ধূলি
লয়েছি মাথায় তুলি।
যবে
মিলিত হয়েছি সবে
এলো ফিরিবার পালা। গাড়িতে ভীষণ জ্বালা
গরমে ...
জানালা দরজা খুলে
এসেছি বেশ আরামে।
আনন্দ ভ্রমণে।।