তারার টিপ পরল এবার চাঁদ।
ক-ত্ত দিনের স্বাদ
            পূর্ণ হল আজ!

মনের টানে মন পড়েছে বাঁধা
      লাগিয়ে দিয়ে ধাঁ ধাঁ!
তারার টিপ পরল  এবার চাঁদ
     এ যে বিশাল প্রেমের ফাঁদ।

সকল প্রাণের পরশ লাগে
        জাগে শিহরণ
ভালোবাসায় মত্ত হৃদয়
         মধুর এ ভূবণ।
আজ পেয়েছে যেজন দেখা
অন্তরে সে আপন, সখা
প্রেমের আবেশ লাগলে হিয়ায়
       কি যে করি, কী করিনা
জাগে কত আশ্
বিশাল প্রেমের ফাঁদ!
তাঁরা' র টিপ  পরল এবার চাঁদ।
       কত্ত দিনের স্বাদ!
            পূর্ণ  হলো আজ।

প্রেমের টানে চন্দ্র - সূর্য
                  ঘুরছে অবিরল।
নবরূপে বিচিত্র  রঙে
      নতুন সুরে নূতন গন্ধে
                মুখরিত এ ভূবণ।  
পলে পলে নূতন  চাওয়া
নূতন সৃষ্টি, নব পাওয়া র কত অভিলাষ।
   এ যে বিশাল প্রেমের ফাঁদ!
তাঁরা' র মালা পরল এবার চাঁদ
        ক- ত্ত দিনের স্বাদ
                    পূর্ণ হল আজ!