বিজয়ের গৌরবে
এগিয়ে চলো সবে।
কত বাঁধা - বিঘ্ন পেরিয়ে
সকল প্রতিবন্ধকতা মাড়িয়ে
বিজয় আজ এসেছে
      খুশির বন্যা নিয়ে।
বিজয়ের ধ্বজা উড়িয়ে
    এগিয়ে চলো সবে।।

বিজয় আজ আকাশে - বাতাসে
      ছড়িয়ে পড়িছে অনন্তে,
বিজয়ের গৌরবে গর্বিত হয়ে
           এগিয়ে চলো সবে।।