বিজয়ের হাসিতে ভাসিতে আজি
অধিকার আদায়ের দাবীতে
অকুতোভয় বীর...
দিল প্রাণ রাজপথে, গুলিতে।
আজীবন রবে তা স্মরণে।

থামেনি জনতা বজ্রকন্ঠে বলিছে,
চলেছি অধিকার ছিনিবারে আনিতে
      নাহি ভয় মৃত্যু কে  বরণে।
দিল প্রাণ রাজপথে গুলিতে।
জাতির কল্যানে গেলে প্রাণ    হবে দান
       আজীবন রবে তা স্মরণে।