বিদায় শেষে
স্মৃতিকণা অধিকারী
চাইলেই যায় না রাখা যারে
মনের খাতায় বারে বারে
ধরে রাখি তারে।।
হে চির পথিক,,
জীবন পথে চলতে গিয়ে
আসবে কত বাঁধা।
বিচিত্র পথের ডাক শুনে
লাগবে মনে ধাঁধাঁ।।
হে বিদায়ী,
মুক্ত পথের যাত্রী
আলো হাতে
চলো পথে
বাঁধা - বিঘ্ন দলে।।
মনের খাচায় বারেবারে
ধরেই রাখি তারে।।
হে আলোর সন্ধানী,
তোমার ভূবন আলোকিত করিতে
প্রদীপ জ্বেলে রাখি।
দিবস শেষে সন্ধার আধারে
৷৷ ৷ তুমি খুজে পাবে জ্যোতি।
সেই আশায়, এই বিদায়।।
হে চিরচেনা,
বিজয়ীর বেশে
এস ফিরে
স্বদেশ মাতার নীড়ে।
তোমায় খুজে পায় যেন সবে
সকল কিছুর ভীড়ে।
তাই বারে বারে, মনের খাচায়
ধরে রাখি তারে।।