বৃদ্ধ চাষি ভাবিছে বসি
ক্ষেতের ফসল দেখি।
চিরে ধান হবে চাল
জীবনের কী হবে হাল!
নিঃস্তব্ধ দুপুর হেমন্তের রৌদ্দুর
ভাবনা হৃদয় ভরপুর।
কতো কী ভেবে মনে পড়ন্ত বিকাল শেষে
আসিল সন্ধ্যা নামিয়া।
শঙ্খ - চিল উড়ে যায় নীড়ে
দেখিল বসি চাহিয়া।
ক্লান্ত হৃদয় শক্তিহীন কায়
কহিছে প্রভু দয়াময়,
অচল তরী,চালাও হরি
যেভাবে মনে লয়!
রচনা কাল;
30/11/2022