বছর ঘুরে
   আস নবনব রূপে।
তোমার বিচিত্র লীলা মনকে ভাবায়
অন্তরে মা পাই যে তোমায়।
সারা বেলা, সকল কাজে
সকল খেলা, সকল গানে
আমার সকল অভিপ্রায়ে।

আমার সকল দুষ্টুমি মা
      নীরবে সহ্য কর।
ভয়-বিপদ কালে
       অভয় দিয়ে এসে
বুকে আগলে ধর।

সকল সময়
      তুমি আছ তাই,
করিনা কোন ভয়।
তোমায় ভাল বেসেই যেন
        জীবন ফুরিয়ে যায়!!