অভিমানী ভালোবাসা
স্মৃতিকণা অধিকারী

তুমি আমি মুখোমুখি
কোন দিন যদি বসে থাকি।
প্রথম কে কথা কবে
             তুমি!  আমি!  না।।
দুজনের আঁখি। অভিমানে মনে
সেই নিরজনে,দুজনের মৌনতা
পাশা-পাশি চলা ,  হাত ধরে বলা
       ক- ত্ত  না ভালোবাসি।
ঝগরুটে প্রহর ও যে  শান্তির শহর
         হৃদয়ে দেয় আনি।।

তুমি আমি যদি কভু নদী হই পার
সংকীর্ণ ভীরু  সাথীর হাত ধরিবার
মনের জোর, সত্যি বিভোর।
    তুমি বলবে আর বলবে---
আমি কিছু বলব না
            চুপ করে রব,
ঝড়- বৃষ্টি - শীলা
যাহা হয় হোক সাথী হব।

অভিমান ভুলে হাসি আনন্দে চলা
চিরকালের সাথী মোরা।