তোমায় আপন করব বলে
দাঁড়িয়ে আছি দ্বারে।
দেখিতে কি পাওনা তুমি!
হৃদয়ের চোখ মেলে।
শূন্য দ্বারে নিঃস্ব হয়ে
রয়েছি তব পথ চেয়ে।
এই বুঝি আসবে তুমি
অনেক খুশির বন্যা নিয়ে!
সেই স্বপ্নে মত্ত হৃদয়
অনন্তকাল ধরে।
ফুরায় যদি এ জীবন
নতুন হয়ে আসবে বলে।।