অন্তর তম
স্মৃতিকণা অধিকারী
হে অন্তর তম,
চির আশ্রয়
অপার বিস্ময় !
তুমিই , পরানে মম।
ডুবে যায় সূর্য নিভে দীপ
উঠে চাঁদ - তাঁরা র রাত্রি
নিভে বাতি।
কর্ম চঞ্চল অস্থিরতা
পায় শ্রান্তি , যায় তন্দ্রা
সেই নিমেষে যেই জন
উর্দ্ধ পানে চাহে-
তোমা হতে মনে পায় টান
অভেদ্য বন্ধনে।
তেমন -ই আছি বসি
দুয়ারে মেলি আঁখি
নিদ্রা নাই নয়নে মম।।
হে অন্তর তম।
সেই নিমেষে এই মন
বাড়ালেম হাত
হে নাথ।
প্রকাশিতে না পাই ভাষা
তবু মনে জাগে আশ্
বাঁধতে বাসা।
নীল আকাশে
বৃষ্টি হীন সাদা মেঘ
জাগায় আবেগ।
হে সুন্দর,
মম হৃদি কন্দর
তব আনন্দে পূর্ণিত
পলকে- ঝলকে মুখরিত
সদা রহে যেন
হে অন্তর তম।।