অনন্তে' র পথে
চলেছি ভেসে।
যুগ হতে যুগে... যুগান্তরে ।
ছোট এ জীবন!
বিশাল ভূবনে...,.
ছুটে চলে নিখিলের পানে।
বুক ভরা আশা নিয়ে
চলিছে অনন্তের পথে।।
যেতে যেতে পথে হেরি দু' নয়নে
কত মানুষের শত চাওয়া!
তার মাঝে তোমাকে পাওয়া।
এমনই চলা এ ভবে,
অনন্ত চলার পথে।।
দূর থেকে কে ডাকে?
শূন্যে সে সুর ভাসে।
খুঁজিতে চাই, হারিয়ে যাই
তাহাতে।
অনন্ত চলার পথে।।
যতই ভাবি তাঁহাকে
হাত ছানি দিয়ে
মনকে -ই কেবল ডাকে
অনন্তে ' র পথে।।