আমার মায়ের সাথে
    হয় না কারো তুলনা।
এমন মা দুনিয়াতে আর
    একটিও পাওয়া যাবে না।

এমন মা' কে পেতে হলে
     লক্ষ্মী হতে হয়।
লক্ষ্মী হলেই এমন মা' কে
      কাছে পাওয়া যায়।