সকল ব্যবধান ছাড়িয়ে
সব বাঁধা পেরিয়ে
তুমি আসবে......
আমার জীবনে!
আকাশের তাঁরা 'য় ঝোড়ো হাওয়ায়
সকল কাজের মাঝে
স্বপ্ন - জাগরণে!
দেখি তেমাকে একান্ত নির্জনে,
তুমি আস ; আমার হৃদয়ে ।
দিনের প্রথম আলোয় দেখেছি তোমায়
ভেবেছি দিন- রাত্রি।
হৃদি মাঝে তুমি অহ-রহ কথা বল
মোর আত্মার সনে,
জানি তুমি আসবেই আসবে
আমার জীবনে।