অবকাশ মানে মুক্ত জীবন
           সবাই যাহা চায়।
শুনে মন যায় জুড়িয়ে
           পথ খুঁজে না পায়।

জীবনের পর জীবন এসে
   ৷   ঘিরিছে সংসার।
কর্ম ই জীবনের পন্থা
         কর্মই জীবনের সার।।

করিল কর্ম,মস্ত - দুর্দান্ত
          পৃথিবী কাঁপিল ভয়ে।
শান্তি প্রতিষ্ঠায়,ধর্ম রক্ষা য়
          ভগবান নামিল ধামে।

কর্মের বোঝা! নামানো কি সোজা!
       আশা থাকে তবু মনে।
ধ্যানে- জ্ঞানে - সংগীতে যপে
     জগৎ চলে যার নামে।।