বিশ্ব মাঝে বেধেছে বিবাদ
      মানুষে মানুষে চরম নিনাদ।
অত্যাচারীর বেজেছে রোল
     শূন্য করিতেছে কত মায়ের কোল।।

কত শত হচ্ছে হত্যা
             পুড়ছে বসত ঘর।
নীপিড়ন- লাঞ্চনা,শোষণ- বঞ্চনা
               হচ্ছে ধরা পর।।

মানুষ গড়িছে মন্দির - মসজিদ
           স্রষ্টার উপাসনালয়।
ধর্ম- বর্ণের রেষারেষি জেরে
            মানুষ করিতেছে ক্ষয়।।

মানব জাতির প্রধান ধর্ম
            মানব ধর্ম হয়।
হিন্দু - মুসলিম-খ্রিস্টান-বৌদ্ধ
        সে গুলো পিছে রয়।।

বিদ্রোহী সব জোয়ানগুলো
         কি জানি কী ভুলে,
করছে হামলা, যুদ্ধের দাদামা
         বাজিয়ে মহা রোলে।।

যবে জগতে ভরিছে পাপ
            তুমিই মুক্ত করিছ শাপ।
বীর দর্পে                          এস ফিরে
              চমকে দিয়ে ধরা।
গর্জনে কাপুক বিশ্ববাসী
   ৷            শান্তি হোক সাড়া।।

দুঃসাহসী, অত্যাচারী
        পাপাচারে সদা উল্লাসী।
তাদের তুমি চূর্ণ কর।
           ছিন্ন ভিন্ন হৃদয় গুলো
আপন তেজে নিঃস্ব কর।

        কৃপা রাশি ফেলে
সকলকে তব শ্রীচরণে নাও টেনে।।