বাংলা' র আকাশে তখন
            ৮ ই ফাল্গুন।
মনে জেগেছিল মাতৃভাষার
         সুরের গুণ গুণ।
তাই তো তারা নির্ভয়ে
      বেরিয়ে ছিল রাজপথে।
রক্তে তাদের লাল হলো রাজপথ।
          শত্রুসেনা ভয়ে মরে
বাংলা মায়ের দামাল ছেলে
      ভাষাকে শত্রুমুক্ত করল আজ।।