আসলে কোনও দিন বিদেশে যাই নাই তাই ভেবেছিলাম যে পাসপোর্ট হয়ে গেলেই বোধহয় যেতে পারবো। আমার একটা ভ্রান্ত ধারণা ছিল , আমি ভেবেছিলাম ভিসা বোধহয় একদিনেই পাওয়া যায়, অনুমতি তো মাত্র তা! পরে দেখলাম ভুল ধারণা সেটা আর তা পেতে অন্তত দশ বারো দিন লেগে যায়। বিনা ভিসাতেই যাবার একটা মরিয়া পরিকল্পনা করেছিলাম কিন্ত আমার সহৃদয় বন্ধুদের আপত্তিতে সেখান থেকে সরে এসেছি। এ যাত্রায় সেখানে যাওয়া আর হলো না। তবে , পাসপোর্ট যখন হয়েছে তখন মিরপুরে এর পরের অনুষ্ঠানে আগে থেকেই ভিসা করে যাব বলেই মনস্থির করেছি। বাংলা কবিতার জয় হোক। অনুষ্ঠানে সর্বাঙ্গীণ সাফল্য কামনাতে আপনাদের প্রিয় সঞ্জয় কর্মকার।
আলোচনাটি ৬৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৯/০২/২০২০, ১৯:৫১ মি:
মন্তব্যসমূহComments
এখানে এপর্যন্ত ৫টি মন্তব্য এসেছে।