লম্বা চওড়া নেহাত গল্পবুলি কবিতা হিসাবে পাঠ করতে করতে মনে মনে ভাবি, আগে পরীক্ষায় দু লাইন কবিতা দিয়ে প্রশ্ন আসত, "ভাব সম্প্রসারণ করো", আর আমরা পাতা ভরে লিখতাম, কিন্তু এখন সম্পূর্ণ কবিতাটি দিয়ে প্রশ্ন আসতেই পারে, "কবিতাটির ভাব কী, লেখ"! এক সময় ডাক্তার ইঞ্জিনিয়ার সাইন্টিষ্ট প্রফেসর থেকে শুরু করে সমাজের সমস্ত শ্রেণীর মানুষের কাছে কবি'র আলাদা মর্যাদা ছিল। কবিতা আর কবি গান আর মিউজিকের থেকে উপরে স্থান পেত। আজকের দিনে অনেক কেই উষ্মা প্রকাশ করে এমন বিবৃতি দিতে শোনা যায়, "আজকের দিনে কাকের চেয়ে কবির সংখ্যা বেশি", আর কবিতা বা কবির স্থান সমাজে হাস্যকর পর্যায়ে পর্যবসিত । কোনও এক প্রসিদ্ধ লেখকের কথা হুবহু তুলে দিচ্ছি, "আসলে গদ্য গদ্যই তাকে জোর করে কোন এক সময় কোন এক পাগলকবি পদ্যের কাতারে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তারপর থেকে কবি আর কাকের সংখ্যা গোনা যাচ্ছেনা।" কিছু কবিতা এমন হয় যেন মনে হয় ক্লাস থ্রি ফোর এর বাচ্চার লেখা। গদ্য যদি কবিতা হয় তবে গদ্যের সংজ্ঞা জানতে ইচ্ছা প্রকাশ করে গেলাম।
আলোচনাটি ১০৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৮/০৮/২০১৯, ১১:৫৪ মি: