আমার চেম্বার রাস্তার পাশে। যখন কবিতা লিখি সুর ধরে বেশ জোরে জোরে। সুর দিয়ে অনেক সময় আমার লেখা গুলি পাঠ করি। ভুলে যাই সবকিছু। রাস্তার লোক যেতে যেতে তাকিয়ে দেখে, না জানি কী ভাবে। বয়স তো আর কম হয়নি। আজ বিকালে যখন বাইরে যাবার জন্যে চেম্বার থেকে বের হয়ে তালা মারছিলাম রাস্তার উল্টাদিকের বাড়ির একজন বয়স্কা মহিলা আমায় জিজ্ঞাসা করে, "ভোম্বল তুমি কী পড়?" আমি সবই বুঝতে পারি কেন তিনি আমায় এ প্রশ্ন করলেন, আর আমার সপ্রতিভ উত্তর, "ডাক্তারি পড়ছি না, সামনে পরীক্ষা, তাই"। উনি বলেন,"আমি তো তাই ভাবি তুমি কী পড়াশুনা কর!"। তাকে তো এটা বলতে পারি না কবিতার ঝোকে ফাইনাল ইয়ারের পরীক্ষাটা এবার ড্রপ দিলাম। আর ভাবি পাগল টাগল হচ্ছি কি'না! বেখেয়ালে নিঃশ্চই এমন কিছু হচ্ছে যে লোকে ভাবছি আমি কিছু পড়াশুনা করছি। আন্তরিক শুভকামনা সহ আপনাদের প্রিয় সঞ্জয় কর্মকার।
আলোচনাটি ৯১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৮/০৪/২০১৮, ১৪:৩৫ মি: