Sanjay Karmakar
Top Contributor
· ·
সত্য দ্বাপর ত্রেতায় কলি-
কলিকালে ফলন নাই
সত্য বচন সংকোচনেই
মিথ্যা জেতে ভরপাই!!
সাত সত্যি ব্রহ্মদত্তি
তার ঠিকানা সেথাই ভাই
থাকতে সুখে এই কালেতে
মিথ্যা সে তার জুরিই নাই।
ইহলোকে বিচার বিধান
শ্রাস্ত্র মতে হয় কি ভায়া
পরকালে যা হয় হবে
তার তরে নাই একটু মায়া।
তাই করি নে ধার ধারি নে-
কলো কলোই চলতে রই
কও না শতেক হাজার বুঝাও
ঠিক হব নি-(তাতে)
ভ্রান্তি নাই।