বুলবুলি আর আসছে নারে
কাব্য কি ভাই হারায় গেল!!
নয়কো পাখা মিলায় আকাশ
কচুর গাছে ফাঁস লাগালো।
ভাবনা গুলি... মার তো গুলি
গুতোগুতিই না হয় করি
নিয়ায় না আজ তোর প্রাসাদে
এক হালি ভাই জিন্দা পরী।
পরীর পাখায় ভর করে চল
বিজন কানন বিজয় করি
শিস বাজালি ব্যঙ্গ করিস
ভাবলি কি নাই টাকাকড়ি!!
প্রেমের দেশে সাধুর বেশে
বেশ তো আছি লিখতে কলি
তুই যা টাকায় কিন গে হৃদয়
জানবি সব ই ভরং খালি।