বিনয়েতে ভাবে মূঢ় আমড়ার চাটনি
ভোলা তার চটু পটু ভাবে তার পত্নি।
ঠেলা দিলে কাম সারা
ভোলা ভেবে দিশেহারা,
দিবে কিনা দিবে ঠেলা, ভেবে কাটে রাত নি!!
রাত গেলে ভোলা খেলে তাস তার তুরুপের
গান গেয়ে ফিরে গাঁ-এ পত্নির কুরূপের।
বেলা গেলে রাত হলে
দুই মোন ঝ্যাটা খেলে,
খানা পিনা নাই পানি-ভেক হলো সোয়া শের।
ভোলা তার ভালো পণা পত্নির অস্ত্র
দিনে রাতে শান দেয় দেবী তার শস্ত্র।
ভোলা রয় আগু পিছু
ভাবে মনে বহু কিছু,
যাহা কিছু রাঁধে সাধে-সবই হয় ধস্ত-বিধ্বস্ত।