Sanjay Karmakar
Yesterday at 7:41 AM ·
ভজহরি
আরে ভাই-
যেই না গেছি সিঁদ কেটেছি
পড়লো মাথায় বাড়ি,
দ্বারের কোণে দ্বার পাহারায়
ছিল ভজহরি-আ মরি আ মরি।।
ব্যথার চোটে কাহিল রে ভাই
আলুর মতন ফোলা,
মাথা আমার নাই রে মাথায়-
গেছে আগরতলা।।
গুঁতন খেয়ে যতন করে
করছি অমোঘ পণ-
রাত বেরাতে আর যাবুনি
চাক না যতই মন।।
দাঁত নখে
অন্যকে দাঁত নখে
বন্যতা করি ভাই,
ফাঁক পেলে ফাঁদ পেতে
বিপদেতে ফেলে গা'ই-
তা ধিন ধিন না
তাতা তিন তিন না
নয় ছয়ে গোঁজামিলে
মজা খুব ভাল পাই।
আলো বেশি কলবো
আনন্দে চলবো,
হেসে হেসে ভেংচিতে
কাল বিষ ঢালবো।
তাতে মন চাঙ্গা
পাব নাকো গঙ্গা।।