Sanjay Karmakar
Top Contributor  ·
20 hours ago
  ·
শুধু তুমি-ই খাও নাকি!!!

আমিও খাই-ধামড়া গাই
আস্ত বনের বাঘ,
তার সাথে খাই হাঙর খাসা
হলে পরেই রাগ!!

ভাবছো নাকি সব ই মেকি
মিথ্যা ভাষণ সব ই;
তাইলে পরে দেখতে পারো
গুগুলেতেই ছবি।

তাক ধিনা ধিন তবলা বাজাই
আকাশ টাকে গিলে,
সাগর বারি মুত রে আমার
মুতি, চন্দ্র টাকে খেলে।

ভয় কি ও ভাই পেলে!!