Sanjay Karmakar
November 22 at 8:14 AM
  ·
আসনে কি ভাষণে দোষ নাই অকারণ
কবি তুমি ঘনো ঘনো খুঁজিতেছে ব্যাকরণ!!
সুধা তারি কিরণে
জন্মিলে মরণে-
ভয় নাই ওরে ভাই-মরে গেলে সকরুণ।

তাই দিবা করে নাই-দৃষ্টি-ও ওগো প্রতি
মোরা ধন ধান লুটি-ওই সবে সখ প্রীতি!!
জনতার নেতা মোরা
লৌহতে হৃদ গড়া,
বল দিয়ে ছল করি-জন মনে রয় ভীতি!!

ভীতি নাই ভোট নাই-করি তাই!!