Sanjay Karmakar
optSeodsnr9c3i6su1uhu10c8ft91wh95hg2c857Jgg2t0mfnio·
যারা অলীক কুসুম স্বপ্নে মাতে,
ভাবি মন তাদের আঁতে,
আতেল ছাড়া আর কি বলো!!
যারা উড়ছে আকাশ পা নাই ভূমে-
যারা হয় নি খাড়া ভিত্তিহারা-
দু পা যাদের টলোমলো!!
মুখ আছে ভাই কইতে দাও,
মন আছে তাই ভাবতে দাও,
কিসের তাড়া বিষের দাঁড়া,
উপড়ে দিতে এক লহমা,
ভাসলে মোদের নাও।।