Sanjay Karmakar
otnpserdoSc309l1u53909l8461hg99ahh7laf2g1a2i9903c2h9g2g0h57m·

চাইনা কিছুই সোহাগ আদর চাইনা অমল প্রীতি,
চাই যে শুধুই হৃদয় তোমার ভালোবাসার গীতি।।

যে গানে ভোর সূর্য ওঠে আলোয় ভরে রাতি,
আঁধার হারায় ভ্রান্তি তার ওই ঊষার আলোয় নিতি।।
সে সুর সে লয় চাই যে সখী-আর না কিছু না চাই
চাইনে সোহাগ অমল আদর আলিঙ্গনে রাঈ।।

রুক্ষ ধরা লোভ লালসা হিংসা দ্বেষের বাণে
ঘর পরিবার ভাঙছে নিতিই তার ওই আহ্বানে।।
ঝড় এলে ঘর হারায় যদি পথেই যদি রই
সে দুখ কী আর দুঃখ রবে রইলে সাথে সই।।

চাইনা কিছুই সোহাগ আদর চাইনা অমল প্রীতি,
চাই যে শুধুই হৃদয় তোর ঐ ভালোবাসার গীতি।।